খেলার সময় সতীর্থকে চড়, যে সাজা পেলেন এভারটনের ইদ্রিস
ইংলিশ প্রিমিয়ার লিগ দেখল বিরল এক দৃশ্য। প্রতিপক্ষ নয়, নিজ দলের সতীর্থকে চড় মেরে লাল কার্ড দেখেছেন এভারটনের মিডফিল্ডার ইদ্রিস গানা গুয়ে। তবে তাতেও ম্যাচের ফল পক্ষে এসেছে তাদের, হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।
ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১-০ গোলে জিতেছে এভারটন। প্রায় পুরো ম্যাচ তারা খেলেছে ১০ জনের দল নিয়ে। কারণ ম্যাচের ১৩ মিনিটেই নিজ দলের খেলোয়াড় মাইকেল কিনকে চড় মারার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইদ্রিস।
ম্যাচের ১৩ মিনিটের ঘটনা। এভারটনের সেনেগালের মিডফিল্ডর ইদ্রিস দলের ডিফেন্ডার মাইকেল কিনের সঙ্গে রক্ষণভাগে ভুল বোঝাবুঝির পর মেজাজ হারিয়ে ফেলেন। করে বসেন অনাকাঙ্ক্ষিত কাণ্ড।
ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের শটে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো স্বাগতিকদের। রক্ষণভাগের ওই ভুল থেকে অল্পের জন্য বেঁচে রেগে যান ইদ্রিস। খেলা থেমে যাওয়ার পর তিনি কিনের দিকে ছুটে গিয়ে কথা কাটাকাটির পর মারেন চড়। রেফারি টনি হ্যারিংটন কাছেই দাঁড়িয়ে থাকায় লাল কার্ড দেখতে হয় ইদ্রিসকে।
১০ জনের দলে পরিণত হওয়া এভারটন ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায়। ডিউসবারি-হল ডি-বক্সের বাইরে টার্ন নিয়ে ভেতরে ঢুকে পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে জোরালো শট নেন, যা ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্সের ঝাঁপিয়ে পড়া প্রচেষ্টাকে হার মানায়।
একজন খেলোয়াড় বেশি থাকার সুবিধাও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে এত সুবিধা পেয়েও জিততে না পারার হতাশা প্রকাশ করেছেন ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরি, ১১ জন বা ১০ জন—উভয় অবস্থাতেই তারাই ভালো দল ছিল। আমার মনে হয়েছে আমাদের মধ্যে একই রকম তীব্রতার অভাব ছিল। এই জয় তাদের প্রাপ্য।

